বিশেষ প্রতিনিধি ।।
কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় লাকসাম মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপি সদস্য আওয়ামীলীগনেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লাকসাম মুদাফরগঞ্জ শ্রীয়াং গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত হলেন- মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপির শ্রীয়াং ৮নংওয়ার্ডের মেম্বার মো: আবুল কাশেম (৪৫)। তিনি মুদাফরগঞ্জ শ্রীয়াং দক্ষিণপাড়ার ইসাক মিয়ার ছেলে ।
কুমিল্লা লাকসাম থানার এসআই চন্দন সরকার জানান- বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার লাকসাম মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপির শ্রীয়াং এলাকায় স্থানীয় যুবকদের মাদক সেবনে বাধা দেয় আবুল কাশেম মেম্বার ।
আর এত ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়রা মেম্বার কাশেমকে গুরুত্বর আহতাবস্থায় লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেম্বার কাশেমকে মৃত ঘোষণা করেন। লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান- লাকসামে মাদক আড্ডাসহ মাদক কেনা বেচা বন্ধে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মাদকনিমূলে প্রশাসনের কাযকর পদক্ষেপ নেই বলেই এ নৃশংস ঘটনা ঘটেছে বলে দাবী এলাকাবাসির।
নিহত মেম্বার আবুল কাশেম মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপির শ্রীয়াং ৮নংওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
লাকসাম থানার ওসি মাহফুজ আহমেদ জানান-এ ঘটনায় জড়িতদের পুলিশ দ্রুত আইনের আওতায় আনবে।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমেকে প্রেরণ করা হবে।এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।