কুমিল্লার তিতাসে ৫৪০ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক-১।।
তিতাস প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলায় কাভার্ডভ্যান ভর্তি ৫৪০ পিস ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করা হয়েছে। এ সময় কার্ভাড ভ্যান আটক করেছে তিতাস থানা পুলিশ। শুক্রবার দুপুর ২টায় উপজেলার জিয়ারকান্দি গোমতী ব্রিজের উত্তর পাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন ১৯-২০১৩ কার্ভাড ভ্যানটি আটক করে এস আই করিম ও এস আই সুমন। এসময় কার্ভাড ভ্যানটি তল্লাশী করে ৭টি গাইড দেখতে পেয়ে পুলিশ চালকসহ কার্ভাড ভ্যানটি থানায় নিয়ে এসে গাইড গুলি খুলে ৫৪০পিস ভারতীয় শাড়ি পাওয়া গেছে।
আটকৃত কার্ভাডভ্যান চালক মেহেদি হাসান বাবু (২২) গোপালগঞ্জ জেলার বর্ণি উপজেলার মোথছেদপুর এলাকার জহির মোল্লার ছেলে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই করিম ও এস আই সুমন ভারতীয় শাড়িসহ একটি কার্ভাড ভ্যান ও চালককে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।