কুমিল্লায় জনসমাগম ঠেকাতে রাতেও ভ্রাম্যমান আদালতের অভিযান
বিশেষ প্রতিনিধি।।
আগামী ১৪ জুলাই পর্যন্ত আরও ৭দিন বাড়িয়ে ফের লকডাউন ঘোষনার পর কুমিল্লায় জনসমাগম ঠেকাতে রাতেও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
র্যাব-১১ এর সদস্যদের সাথে নিয়ে রাতে নগরীর রাজগঞ্জ, চকবাজার, তেলিকোনা, পুলিশ লাইন এলাকা ও টমছব্রীজসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টের প্রবেশমুখে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অযথা বের হওয়ার অপরাধে আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়।
তিনি জানান, লকডাউন কার্যকরে সাধারণ মানুষকে ঘরে রাখার লক্ষ্যে র্যাব সদস্যদের সাথে নিয়ে রাত্রিকালীন সময়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে ৫ম দিনে দিনভর নগরীসহ জেলার ১৭টি উপজেলায় অভিযান পরিচালনা করে ২৭৬টি মামলায় ২৭৭ জনকে দণ্ড প্রদান করে ৪০টি মোবাইল কোর্ট টিম। এসময় ২ লাখ ৮৩ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।