কুমিল্লা মহানগরীর ১৯নং ওয়ার্ডের রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী দোকান মালিক কমিটি গঠিত।
মামুন সরকার।।
কুমিল্লা মহানগরীর ১৯নং ওয়ার্ডে রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী দোকান মালিক কমিটি ৩১জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর জনাব জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ও২০নং ওয়ার্ড বিট পুলিশ দায়িত্বপ্রাপ্ত সাব- ইন্সপেক্টর জনাব সাজ্জাদ হোসেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ি এতে সভাপতিত্ব করেন হাজী মোসলেহ্ উদ্দিন ভুলু।
আগামী তিন বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়, দোকান মালিক কমিটির সভাপতি হিসেবে নির্বাচন করা হয় এস.আর কনষ্ট্রাকশনের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃসালাউদ্দিন রুবেল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয় মোহন ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মোঃরুবেল রানা কে।প্রধান উপদেষ্টা মোঃফরিদ মিয়া সর্দার, উপদেষ্টা হাজী মুন্সী জামাল উদ্দিন(জামাল সুপার মার্কেট),উপদেষ্টা মোঃমাসুকুর রহমান স্বত্বাধিকারী মর্ডান সুপার মার্কেট,উপদেষ্টা ডাঃকামাল হোসেন স্বত্বাধিকারী নিশাত মেডিকেল হল,মোঃসোহেল আহম্মেদ স্বত্বাধিকারী মোহন ভ্যারাইটিজ স্টোর, উপদেষ্টা হাজী মফিজুল ইসলাম। সভাপতি মোঃসালাউদ্দিন রুবেল,সিনিয়র সহ-সভাপতি ওয়াজ করুনি,সহ-সভাপতি আনোয়ার হোসেন,সাধারন সম্পাদক -মোঃরুবেল রানা,যুগ্ম সাধারণ সম্পাদক -মেহেদী (হাসান জন্নাত টেলিকম),সাংগঠনিক সম্পাদক -মোঃজোহুর আলী(মারিয়া এন্টারপ্রাইজ) , সাংগঠনিক সম্পাদক-আমির হোসেন(ফল দোকান),সাংগঠনিক সম্পাদক -জাহাঙ্গীর হোসেন,অর্থ সম্পাদক -নিজাম উদ্দিন(নিজাম মেডিকেল হল) প্রচার সম্পাদক -মোঃশাহাজান(মাওয়া এল পি গ্যাস)দপ্তর সম্পাদক -আব্দুল মালেক (সামাদ স্টোর) সহ-দপ্তর সম্পাদক-মোঃরুবেল (ইকবাল স্টোর) সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক -মোঃসোহেল(ফল দোকান),ক্রীড়া সম্পাদক -শরীফুল ইসলাম(খন্দকার কনফেকশনারি) সদস্য গন-সুলতান মিস্তিরি,আজগর আলী,আমিন মিয়া,মনির হোসেন,রনি চন্দ্র দাস, মোঃআলম মিয়া,হুমায়ুন কবির। খোরশেদ, জমির আলী ও ইব্রাহিম।