নেকবর হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আমতলী থেকে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২।
বুধবার (২৯ সেপ্টেম্বর) আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ হারুনুর রশিদ @ হারুন (২৮), চাঁদপুর জেলার মতলব দক্ষিণের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ মাসুদ মোল্লা (৩৮)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, সরবরাহ করে আসছিল।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।