কাউন্সিলর হত্যার প্রধান আসামী শাহালম বন্ধুক যুদ্ধে নিহত

কাউন্সিলর হত্যার প্রধান আসামী শাহালম বন্ধুক যুদ্ধে নিহত

স্টাফ রিপোর্টার।।

পুলিশ জানায়, রাত ১২:৩০ ঘটিকার সময় গোপন সূ‌ত্রে সংবাদ পাওয়া যায় যে, ক‌য়েকজন অস্ত্রধারী দৃস্কৃ‌তিধারী চাঁনপুরস্থ গোমতী নদীর বে‌ড়িবাঁধে অবস্থান করতেছে।

অস্ত্রধারী দুস্কৃ‌তি‌কারীদের গ্রেফতারের ল‌ক্ষে থানা ও ডি‌বি পু‌লি‌শের একাধিক চৌকস দল অভিযান পরিচালনা শুরু করে।

আনুমানিক ১ঃ১৫ ঘটিকার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গ্রেফতার এড়া‌নোর উদ্দেশ্য পুলিশকে লক্ষ্য ক‌রে এ‌লোপাথা‌রি গু‌লি ছুড়তে থাকে । ডিবি ও থানা পুলিশের সদস্যরা নিজেদের জীবন ও জানমাল রক্ষা‌র্থে পাল্টা গুলি বর্ষণ করে।

উভয় প‌ক্ষের ম‌ধ্যে গোলাগুলির একপর্যায়ে কয়েকজন দুষ্কৃতিকারী পালিয়ে যায়। গুলিবর্ষণ শেষে ঘটনাস্থল তল্লাশী ক‌রে একজন ব্যক্তিকে গুলিবিদ্ধ ও হাতে একটি আ‌গ্নেয়াস্ত্রসহ থাকতে দেখা যায়।

উপস্থিত স্থানীয় লোকজন তাকে শাহআলম বলে সনাক্ত করে। গুলিবিদ্ধ ব্যক্তি‌কে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পুলিশের দুইজন সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থল হতে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল এবং গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
সরকারি কাজে বাধা ও আক্রমন, হত্যা এবং অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আরো পড়ুনঃ