ওমর শারিদ বিধানঃ মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৪৯৪১/২০১৯ মামলার নির্দেশনা মোতাবেক Single Use Plastic/Polythene ব্যবহার,বহন, বিক্রি,বিপণন,উৎপাদন বন্ধের নির্দেশনা রয়েছে, এমতাবস্থায় কুমিল্লা শহরের সকল কাঁচাবাজার, শপিংমল,দোকান ও জনসাধারণকে Single use polythene ব্যবহারে নিরুৎসাহিত করা হলো, আগামী ০৭/০২/২০২১ তাং রোজ রবিবার থেকে এ বিষয়ের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ তার ফেসবুক আইডি থেকে Desperately Seeking Cumilla District (DSCD) নামক ফেসবুকের একটি পাবলিক গ্রুপে সতর্ক বার্তা প্রদান করেন। এতে সকলেই জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি বিকল্প ব্যবস্থা গ্রহণের মতামত জানান।