নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে পৃথক দুইটি অভিযানে ২০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০১মার্চ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়হলোঃবি-বাড়িয়া জেলার কসবা থানার ১০নং বায়েক গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে ১। জুলহাস(২৫) এবং একই গ্রামের আব্দুর রশিদ এর ছেলে ২। মোবারক হোসেন(৩০)।
পৃথক অন্য আরেকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ মার্চ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুইজন মহিলা মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ টাংগাইল জেলার গোপাল পুর থানার আতর পাড়া গ্রামের আশরাফুল ইসলাম এর স্ত্রী ১। মোসাঃ বানেছা বেগম(৩৫) এবং একই গ্রামের মানিক হোসেন এর স্ত্রী ২। মোসাঃ জরিনা বেগম(৪৫)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাদীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদেরর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।