তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারকে বিদায় সংবর্ধণা দিলেন ভূমি প্রশাসন
হালিম সৈকত।।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৩ আগস্ট সোমবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলার অন্যতম শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রায় তিন বছরের সফল কর্মকাল শেষে পদোন্নতি পেয়ে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হয়েছেন রাশেদা আক্তার।
এর আগে তিনি মুরাদনগর উপজেলার এসিল্যান্ড হিসেবে দায়িত্ব করেছেন। তিতাস উপজেলায় তিনি সফলতার সাথে দায়িত্ব পালন শেষে আরও বড় পরিসরে দায়িত্ব পালনের সুযোগ পেলেন।
স্বাস্থ্যবিধি মেনে ভূমি প্রশাসন তিতাসের উদ্যোগে সকলের উপস্থিতিতে রাশেদা আক্তারকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ সময় তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ উপস্থিত ছিলেন।