পদুয়ার বাজারে ট্রেন-পিকআপ সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
মামুন সরকার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার
বাজার বিশ্বরোড এলাকায় ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকালে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাসকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তারা ঘটনাস্থলে আসছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, শনিবার (২৮ আগস্ট) দিনগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ওভারপাসের নিচে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাকসাম ও আখাউড়া জংশন লোকোসেড থেকে দুটি রিলিফ ট্রেন এনে উদ্ধার কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি।