কুমিল্লায় সেনাহত্যা চার জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় সেনাহত্যা চার জনের মৃত্যুদণ্ড

পথিকৃত ডেস্ক।।

কুমিল্লার লাকসামে ট্রেনে ডাকাতির সময় সেনা সদস্য আবদুর রহমানকে হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লার একটি বিচারিক আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক রোজিনা খান সোমবার দুপুরে এই রায় দেন। রায়ে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে আরেক আসামিকে।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন বাবুল নামে পরিচিত সিরাজুল ইসলাম, জনি নামে পরিচিত নয়ন মিয়া, উজ্জ্বল মিয়া ওরফে ইয়াসিন ও প্রদীপ দাস। তাদের সবাই কারাবন্দি। আর ১০ বছরের কারাদণ্ড পাওয়া আসামি আলী আক্তার পলাতক।

আদালতের অতিরিক্ত পিপি মাসুদ ইকবাল চৌধুরী জানান, ২০১৬ সালের ২১ অক্টোবর চলন্ত ট্রেনে ডাকাতির সময় ছুরিকাঘাতে নিহত হন বগুড়া সেনানিবাসের ওয়ান সিগ্যনাল ব্যাটেলিয়ান সদস্য আবদুর রহমান। পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে লাকসাম রেলওয়ে থানায় হত্যা মামলা হয়।

আবদুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়।

আরো পড়ুনঃ