এলাহাবাদ কলেজের সভাপতি হলেন ব্যারিস্টার রেজভিউল আহসান

ফজলুল হক জয় ||

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ কলেজের এডহক কমিটির সভাপতি হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী খ্যাত ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী।

বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান এর আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নুরুন্নবী আলম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য পাওয়া যায়।উক্ত এডহক কমিটির সদস্য সচিব পদে রয়েছেন কলেজটির বর্তমান অধ্যক্ষ এবং অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মোঃ মোস্তাফিজুর রহমান এবং মোঃ আতাউর রহমান।

১৯৯৫ সালে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোজাফফর আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত কলেজটির বর্তমান এ কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উক্ত কলেজের শিক্ষক কর্মচারী এবং সংশ্লিষ্টরা।

উল্লেখ্য,ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী শিক্ষা,চিকিৎসা সহ নানাবিদ সামাজিক কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।

যোগাযোগ করা হলে মুঠোফোনের মাধ্যমে তিনি জানান,আমার বাবা ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সী এই দেবিদ্বারের ৪ বারের এমপি ছিলেন। তিনি শিক্ষা এবং চিকিৎসাকে অগ্রাধিকার দিয়ে অসংখ্য সামাজিক এবং জনহিতকর কাজ আগেও করেছেন অদ্যাবধি করে যাচ্ছেন।ইনশাআল্লাহ আমার বাবা এবং আমার সর্বাত্মক চেষ্টা থাকবে দেবিদ্বারের জনকল্যাণে কাজ করা।এ সময় তিনি সবার দোয়া কামনা করেছেন।

আরো পড়ুনঃ