নেতা নয় জনগণের সেবক হতে এসেছি-সাইদুর রহমান লিটন

ফজলুল হক জয় ||

গতানুগতিক কোন রাজনীতিবিদ নয় বরং সাধারণ মানুষের সেবক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সর্বসাধারণের উদ্দেশ্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান লিটন বলেন, সৃষ্টির সেবার মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায়।মানুষের সেবা করা অন্যতম একটি ইবাদত।সেজন্যই নেতা হতে নয় আমি দেবিদ্বারে এসেছি জনগণের সেবক হতে।

শনিবার (৩০ আগস্ট) দেবিদ্বারের এলাহাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান লিটন আরো বলেন,ফ্যাসিস্ট সরকারের আমলে এই দেবিদ্বারে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি,সবাই ছিল লুটপাট নিয়ে ব্যস্ত।এ সময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে লিটন বলেন,আগামীতে বিএনপি সরকার গঠন করলে দেবিদ্বারের চিত্র পাল্টিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

বিএনপি নেতা ইউসুফ মেম্বারের সঞ্চালনায় এবং এলাহাবাদ বিএনপি’র সাবেক আহবায়ক কৌশিক আহাম্মদ (হুমায়ুন) এর সভাপতিত্বে এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ মিয়া মোহাম্মদ বশির আহমেদ সহ দেবিদ্বার উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সভা শেষে সাইদুর রহমান লিটন উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাহাবাদ ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

আরো পড়ুনঃ