কুমিল্লার মনোহরগঞ্জে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

আব্দুর রহমান সাঈফ।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পূর্ব বাতাবাড়িয়া এলাকায় নিরাপদে সড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রীজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসিরা।

শুক্রবার সকালে মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়িয়া সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

একটি ব্রিজ না থাকায় হারিয়ে গেল কত জীবন,একটি ফুটওভার ব্রিজ বাচেঁ শতশত প্রাণ,এই সড়কে আরেকটি মৃত্যু নয়–চাই নিরাপদ জীবন, প্রতিদিন কেন জীবন যাবে একটাই সমাধান ফুটওভার ব্রিজ চাই শ্লোগানে ফেস্টুন ব্যানার নিয়ে কয়েক হাজার মানুষ মানববন্ধন সহ বিক্ষোভ করে পূর্ব বাতাবাড়িয়া এলাকায় অবিলম্বে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান শিক্ষার্থীসহ এলাকাবাসিরা।

পূর্ব বাতাবাড়িয়া ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঢাকা মাইলস্টোন কলেজের শিক্ষক আবু বকরের সঞ্চালনায় মানববন্ধন পথপ্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফুটওভার ব্রিজ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডা: এ.এস.এম শাহরিয়ার আহমেদ শুভ, রাজনৈতিক ব্যাক্তিত্ব ইকবাল হোসেন, ডা: বেলায়েত হোসেন,পূর্ব বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সড়ক দুর্ঘটনায় আহত আবদুল লতিফ সহ এলাকার ছাত্র ও যুব সমাজ।
তারা জানান-, ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে। সড়কের দুই পাশেই রয়েছে মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। চলতি মাসেই ঘটেছে বেশ কয়েকটি দূর্ঘটনা।গেল বছরে ১২জন মারা গেছে। ২১জন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে।

মানববন্ধন পথপ্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন-কুমিল্লা-নোয়াখালী সড়কটি পারাপারে অহরহ দুর্ঘটনার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয় বিমুখ হয়ে পড়ছে। এ স্থানটিতে দুর্ঘটনা এড়াতে নিরাপদ চলাচলের জন্য একটাই সমাধান ফুটওভার ব্রিজ দ্রুত নির্মাণ করা প্রয়োজন। মহাসড়কটি চার লেনে উন্নিত করার পর থেকে দূর্ঘটনার হার বেড়ে গেছে।

আরো পড়ুনঃ