কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিপুর বড় ভাই ইমতিয়াজ সরকার নিপু।

সংবাদ সম্মেলনে ইমতিয়াজ নিপু দাবি করেন, ইসতিয়াক সরকার বিপু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং সম্প্রতি ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হওয়ার পর থেকে তাকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখাতে শুরু করলে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা ও বিএনপির ভেতরের বিরোধী মহল মিলে ষড়যন্ত্র শুরু করে। যদিও তিনি কারো নাম উল্লেখ করেন নি। তিনি বলেন, এরই অংশ হিসেবে ৫ আগস্ট আইনজীবী আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডে তাকে জড়ানোর চেষ্টা চলছে।

ইমতিয়াজ নিপু সংবাদ সম্মেলনে আরো জানান, আইনজীবী আবুল কালাম হত্যাকাণ্ডের দিন দুপুরে বিপু বিজয় মিছিল নিয়ে পূবালী চত্বরে যান এবং বিকেলে পুলিশের অনুরোধে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে সেখানেই অবস্থান করেন। থানার সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে বিষয়টি প্রমাণিত হলেও পরে ১৬৪ ধারার এক জবানবন্দির মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে তার নাম মামলায় সংযুক্ত করা হয়। এছাড়া, ঐ জবানবন্দি প্রদানকারী ব্যক্তি মামলার এজাহারের আসামি নন, বরং অন্য মামলায় গ্রেফতারের পর প্ররোচনায় এই নাম উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, আইনজীবী হত্যা মামলার বাদীও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে জানিয়েছেন যে তিনি ইসতিয়াক সরকার বিপু নামে কাউকে চেনেন না এবং প্রথমবার সাংবাদিকের কাছ থেকেই নামটি শুনেছেন।

নিপু ও উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বলেন, নিহত আবুল কালাম আজাদ বিএনপি ঘরানার মানুষ ছিলেন এবং তার হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। নিহত আইনজীবীর পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু বিচার হোক আমরাও চাই, তবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নির্দোষ মানুষকে হয়রানি করা যাবে না।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ভিপি মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কবির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা এস আলম, ১১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জহিরুল হক, ৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আলম তিতাস, সহ-সভাপতি কামরুল আহসান মামুন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফখরুল আলম উল্লাস।

আরো পড়ুনঃ