স্টাফ রিপোর্টার।
কুমিল্লায় অবৈধ এলপিজি (লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস) ক্রস ফিলিং বন্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে আয়োজিত সভায় জেলার এলপিজি ডিস্ট্রিবিউটর, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
“সঠিক সিলিন্ডার ব্যবহার করুন, দুর্ঘটনা এড়িয়ে চলুন” এই স্লোগানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমানত উল্লাহ।
সভায় বক্তব্য রাখেন মাহবুবুল ইসলাম সিবিও জি গ্যাস, সিফাত মঞ্জুর সি ম্যানেজার ইউনিটেক্স, আবু বকর সিদ্দিক এন এস এম বেক্সিমকো ,রফিকুল ইসলাম এজিএম ফ্রেশ, মুকিত ইবনে সিদ্দিকী সি ম্যানেজার ফ্রেশ এলপিজি ,এল,পি,জি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন সাধারণ সম্পাদক মনি মুক্তা পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রজেক্টরে বিভিন্ন দিক তুলে ধরেন ফ্রেস এলপি গ্যাসের ডিপুটি ম্যানেজার ও আহবায়ক এলপিজি লিডার্স কুমিল্লা বিভাগ (লোয়াব)হোসাইন মারুফ।
বক্তারা অভিযোগ করেন, জেলার বিভিন্ন স্থানে অটোগ্যাস ফিলিং স্টেশনগুলোতে প্রায় সব কোম্পানির সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিল করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন সিলিন্ডার ব্যবহারে ঘটছে নানা দুর্ঘটনা। ওজনে কম দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের প্রতারণা করছে। ফলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং সঠিকভাবে ব্যবসা করা পরিবেশকদের কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।
সভায় ২২টি কোম্পানির প্রতিনিধিসহ জেলার এলপিজি পরিবেশকরা উপস্থিত ছিলেন।
বক্তারা এই সমস্যা নিরসনে অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।