কুমিল্লা ক্লাব কুমিল্লাকে প্রতিনিধিত্ব করে: এমপি বাহার

কুমিল্লা ক্লাব কুমিল্লাকে প্রতিনিধিত্ব করে: এমপি বাহা

পথিকৃত ডেস্ক।।

কুমিল্লা ক্লাব কুমিল্লাকে প্রতিনিধিত্ব করে৷ এ ক্লাব আমাদের৷ কুমিল্লা ক্লাবের সদস্যরাই কুমিল্লা ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে৷

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ক্লাবের ১০৪তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন৷

তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় কুমিল্লার সবাই সম্মিলিতভাবে কাজ করার কারণে কুমিল্লা জেলা থেকে বাংলাদেশের কোন জেলা ভাল কাজ করতে পারে নাই৷ যখন অনেক বিভাগীয় শহর করোনার ট্রিটমেন্ট শুরু করতে পারে নাই আমরা কুমিল্লাতে শুরু করেছি৷

এমপি বাহার আরো বলেন, আমাদের জন্য সুখবর হল, ১৮ বছরের উপরে যারা আছে সবাই ভ্যাকসিন পাবে৷ বিশ্বের অনেক দেশ যেখানে করোনার ভ্যাকসিন ট্রিটমেন্ট কার্যক্রম শুরু করতে পারে নাই আমরা শুরু করেছি এজন্য আজকে এখান থেকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে৷ বাংলাদেশ সরকারের কাছে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন মজুত আছে৷ আগামী মাসে আরো ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে৷ হতাশার কিছু নেই৷
সভার শুরুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয় এবং ১ মিনিট দাড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পরে ক্লাবের সাধারণ সম্পাদক মহিবুস সামাদ মহি ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন, বাজেট অতিরিক্ত ব্যয় উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ ডা. মুর্শেদুল আলম বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান, সহ-সভাপতি রেজাউল করিম বুলু, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ক্লাবের সহ-সভাপতি আলী মনসুর ফারুক, ক্লাবের সাধারণ সম্পাদক মহিবুছ সামাদ মহি, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, কোষাধ্যক্ষ ডা. মুর্শেদুল আলম, আপ্যায়ন সম্পাদক তপন সেন গুপ্ত৷

আরো পড়ুনঃ