কুমিল্লা বিসিকে ফরিদ নিটস এ ভ্রাম্যমান আদালতের অভিযান।

কুমিল্লা বিসিকে ফরিদ নিটস এ ভ্রাম্যমান আদালতের অভিযান।

পথিকৃত ডেস্ক।।

কুমিল্লা কারখানার বর্জ্য পানি ইটিপি এর মাধ্যমে পরিশোধন না করে সরাসরি ড্রেনে ফেলে পরিবেশ দূষণের অভিযোগে গতকাল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর যৌথ অভিযানে নগরীর বিসিক শিল্প নগরীতে স্থাপিত বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ফরিদ গ্রুপের ফরিদ নিটস লিঃ কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে ইটিপি এর মাধ্যমে বর্জ্য পরিশোধন না করা হলে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলে হুশিয়ারি করা হয়।

পরিবেশ অধিদপ্তর এর উপ-পরিচালক শওকত আরা কলি নিয়মিত ভিজিট করতে গিয়ে পরিবেশ অধিদপ্তর এর ছারপত্র না থাকা এবং ইটিপি এর মাধ্যমে কারখানায় ব্যবহ্নত ক্যামিকেল যুক্ত বিষাক্ত বর্জ্য পরিশোধন না করে সরাসরি ড্রেনে ফেলে পরিবেশ বিপর্যয় ঘটানোর দৃশ্য দেখে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট এর জন্য আবেদন করলে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দত্ত কারখানাটি পরিদর্শন করে ঝুকিপূর্ণ বর্জ্য উৎপাদন ও পরিত্যাগকরন এর অভিযোগে বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর ৬(গ) এবং ১৫(১) এর ৬ ধারা মোতাবেক এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা এর উপ-পরিচালক শওকত আরা কলি জানান,পরিবেশ রক্ষায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে কুমিল্লা বিসিক এ ফরিদ নিটস লিঃ এ অনিয়ম দেখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

আরো পড়ুনঃ