মোঃ আবদুল আউয়াল সরকার।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও শিক্ষার মান উন্নয়নে ছাত্র- ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টায় ওয়াহেদপুর ইসলামিয়া আলীম মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি কাজী শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, অএ মাদরাসা’র উপাধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম, ডাঃ শাহিন আলম সরকারসহ আরো অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন,মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, দাতা সদস্য ডাঃ মোঃ আবদুল আউয়াল সরকার, বিদ্যুৎসাহী সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এদিকে সারাদিন ব্যাপী কর্মসূচির মধ্যে ওয়াহেদপুর দক্ষিণপাড়া কমিউনিটি ক্লিনিকেরও শুভ উদ্ধোধন করেন।