নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লায় দুঃস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিজিবি।মঙ্গলবার সকালে বিবির বাজার ক্যাম্প সংলগ্ন মাঠে ২০০টি পরিবারের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি।
দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কুমিল্লা ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির পিবিজিএম। এসময় ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস,পিএসসিসহ বিজিবি অফিসার অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন ।
কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার বলেন, ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চলমান শীতে বিজিবি কর্তৃক বাংলাদেশের সকল সীমান্তবর্তী এলাকার গরীব, দুস্থ, অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় বিবিরবাজার সীমান্তবর্তী এলাকার গরীব, দুস্থ , অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও এই কর্মসূচী চলমান থাকবে বলে জানান ১০ বিজিবির অধিনায়ক।