কুমিল্লা সীমান্তে ২ কোটি ৫৪ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

নায়েব আলী নয়ন। 
কুমিল্লা সীমান্তে  ০২ কোটি ৫৪ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

রবিবার(১৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে  বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান।

 

বিজিবি জানায়,  কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  ০১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং ০১ কোটি ০৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ী, খাদ্য সামগ্রী ও বাঁজি  জব্দ করা হয়।
জব্দকৃত  মালামালের বাজার মূল্য ০২ কোটি ৫৪ লক্ষ টাকা।
আরো পড়ুনঃ