বখশিশের ১শ টাকার ভাগবন্টনে মারুফ হত্যাকারি রাব্বি র‌্যাবের হাতে গ্রেপ্তার।

 

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লা সদর দক্ষিণে উপজেলার এসকে পেট্রোল পাম্পে বখশিশের ১০০ টাকার ভাগবন্টন দ্বন্দ্বে সহকর্মীর ছুরিকাঘাতে খুন হন পেট্রোল পাম্প কর্মী কাজী মারুফ আহমেদ ।

১০মে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের একদিন পর অভিযান চালিয়ে হত্যাকারী রাব্বিকে পদুয়ারবাজার এলাকায় কুড়িগ্রামগ্রামী বাস থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার রাব্বি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে।
শুক্রবার সকাল ১০টার দিকে নগরের শাকতলা র‌্যাব কার্য্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে র‌্যাব-১১কোম্পানি উপ-পরিচালক ও অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রাব্বি ও মারুফ পাম্পের নজেল ম্যান। পেট্রোল পাম্পে বখশিশের ১০০ টাকার ভাগবন্টনের দ্বন্দ্বে আসামী রাব্বি ঠান্ডা মাথায় তারই সহকর্মী মারুফকে ঠান্ডা মাথায় ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান। র‌্যাব ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তৎপরতায় রাব্বিকে চট্টগ্রাম থেকে অনুসরণ করে কুড়িগ্রাম যাওয়ার পথিমধ্যে পদুয়ারবাজার এলাকায় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। আসামি রাব্বির দেখানোমত তারঁ বাড়ি থেকে রক্তমাখা হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।

এদিকে কুমিল্লায় ঘটে যাওয়া হত্যাকান্ডসহ সকল অপরাধে তাৎক্ষনিকভাবে র‌্যাব তৎপরতা চালিয়ে আসামীদের গ্রেপ্তার করতে পূর্বের ন্যায় কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ ঘটনায় নিহত সদর দক্ষিণ উপজেলার ঘোষগাওঁ এলাকার মারুফের মা মিনুয়ারা বাদী হয়ে ৮জনকে আসামী করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেন।

আরো পড়ুনঃ