নির্বাচিত হলে ময়নামতি নামে আলাদা থানা তৈরি করা হবে- শওকত মাহমুদ

মোঃ জহিরুল হক বাবু।।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেছেন, বুড়িচং উপজেলার গোমতী নদীর পশ্চিম পাশের ৪ ইউনিয়নের মানুষ তাদের কাজের প্রয়োজনে কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হয়।

তিনি নির্বাচিত হলে এই ৪ ইউনিয়নের মানুষের সুবিধার্থে ময়নামতি নামে আরেকটি থানা করা হবে।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর দিনভর ঈগল প্রতীক নিয়ে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা কোলে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, গত ১৫ বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হতে পারলে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্যাস সংযোগ উচ্চ শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তিনি।

তিনি সকালে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার বাজার থেকে প্রচারনা শুরু করেন। বাজারে লিফলেট বিতরণ ও গন সংযোগ শেষে কাবিলা বাজার এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

পরে ইউনিয়নের কোরপাই, পাচকিত্তা, কাবিলা, মনিপুরসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও একাধিক পথসভা করেন।

এসময় তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুনঃ