আখাউড়ায় প্রয়াত সাংবাদিক ইউসুফ সারোয়ারে’র স্মরণে শোক সভা অনুষ্ঠিত

ফজলে রাব্বি,আখাউড়া প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক প্রয়াত মো. ইউসুফ সারোয়ারের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে পৌর-শহরের সড়ক বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে শোক সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন,অনুষ্ঠানে রাজনীতিবিদ,সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আখাউড়া প্রেসক্লাবের সভাপতি দুলাল ঘোষের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সুলেমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান,প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মো. জালাল উদ্দিন জালু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুবেল আহমেদ, প্রয়াতের নাতী ল্যাফটেনেন্ট নওফেল আহমেদ ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ইউসুফ সারোয়ার ছিলেন একজন সহজ সরল মানুষ। তিনি ছিলেন একজন স্পষ্টবাদী মানুষ। যা বলার সামনে বলতেন, পিছনে কোন কথা করতেন না। এটা ছিল তার মহৎগুণ। তিনি বস্তুনিষ্ট সাংবাদিকতা করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। ইউসুফ সারোয়ারকে বাদ দিয়ে আখাউড়ার সাংবাদিকতার ইতিহাস লিখা যাবে না। ইউসুফ সারোয়ারের মৃত্যুতে আখাউড়ার অপূরনীয় ক্ষতি হয়েছে। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম।

আরো পড়ুনঃ