কুমিল্লার গোমতী নদীতে গোসল করতে নেমে প্রথম শ্রেনীর ছাত্র নিখোঁজ

 

নেকবর হোসেন।

কুমিল্লার গোমতী নদীতে জুবায়ের আলী (৬) নামের এক প্রথম শ্রেনীর ছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় গোমতী নদীর আলেখারচর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুমিল্লা স্টেশনের সাব অফিসার বটন বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ জুবায়ের আলী কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামের রংমিস্ত্রি জাকির হোসেনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে জুবায়ের আলী তার সহপাঠীদের সঙ্গে গোসল করতে যায়। এক পর্যায়ে সে গোমতীর স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার চেষ্টা চালান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (দুপুর পৌনে ১২টা) শিশুটিকে উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুমিল্লা স্টেশনের সাব অফিসার বটন বড়ুয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অভিযান শুরু করি। তবে শিশুটিকে না পাওয়ার আশঙ্কায় চাঁদপুরে ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। তারা এলে পুনরায় অভিযান শুরু করবো।

আরো পড়ুনঃ