কুমিল্লার দাউদকান্দিতে বিষ্ণমূর্তি উদ্ধার করছে পুলিশ।
দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে আবু ইউসুফ বুলবুল নামে এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে ১২ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করছে পুলিশ।
গতকাল(২ আগস্ট) রাতে উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের বড়গোয়ালী গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। আবু ইউসুফ বুলবুল উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ড্রেজারে মাটি কাটতে গিয়ে দেড় মাস আগে শিক্ষক আবু ইউসুফ মূর্তিটি পান।বিষয়টি গোপন রেখে গত দেড় মাস ধরে ১২ কেজি ওজনের কিষ্ণুমূর্তিটি গোপনে বিক্রির চেষ্টা করছিলেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে মূর্তিটি জব্দ করা হয়।