কুমিল্লায় করোনা শনাক্ত১৭৫ জনের। সুস্থ্য৪০জন, মৃত্যু ৩

কুমিল্লায় করোনা শনাক্ত১৭৫ জনের। সুস্থ্য৪০জন, মৃত্যু ৩

নেকবর হোসেন।।

আজ, ২৮জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও১৭৫জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার০২৫জন।

আজকের রিপোর্টে তিনজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৭৩জনে দাঁড়ালো। বরুড়া ০১ জন,চৌদ্দগ্রাম০১ জন,,আর্দশ সদর ০১ জন।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ১০৩জন,বুড়িচ০৪জন,আর্দশ সদর০৯জন, সদর দক্ষিণ ০৩জন,লালমাই ০১ জন,বরুড়া১০জন, মুরাদনগর ০১জন, দেবিদ্বার ১১জন,মনোহরগন্জ ০২জন, তিতাস ০২জন, দাউদকান্দি ০৫ জন,ব্রাক্ষণপাড়া ০৫জন,লাকসাম ০৩জন,হোমনা ০৪জন।
আজকের রিপোর্টে সুস্থ্য৪০জন
দেখানো হয়েছি।

এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১হাজার৬৫০জন করোনা রোগী।আজকের সুস্থ্য চান্দিনা ০২জন, সদর দক্ষিণ ০৪জন, সিটি কর্পোরেশন ৩৪জন।
গতকাল ২৮জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮৩হাজার ৯৯৯জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮২হাজার ৮২৮জনের। এর মধ্যে ১৪ হাজার ০২৫জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৬২
এদের মধ্যে নতুন সনাক্ত: ০২।

আরো পড়ুনঃ