কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অগ্নিকান্ড
নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় অগ্নিকান্ড ভবনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বাগিচাঁগাও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং ইপিজেট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ২টায় নগরীর চকবাজার আরব রেস্টুরেন্ট এন্ড চাইনিজ হোটেলের ৫ম তলায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাউছার হামিদ বলেছেন,অগ্নিকান্ডের সূত্রপাত জেনারেটর থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান,খবর পেয়ে বাগিচাঁগাও ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে সহযোগীতার জন্য ইপিজেট ফায়ার সার্ভিসকেও খবর দেয়। আগুনের সূত্রপাত তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান তিনি।