কুমিল্লার তিতাসে ‘চোর সন্দেহে’ পিটুনিতে যুবকের মৃত্যু

তিতাস  প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসে ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস জানান।

নিহত মাহবুবুর রহমান ওরফে টার্জান (২৫) উপজেলার জিয়ারকান্দি গ্রামের শাহ আলম ভূইয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, মঙ্গলবার গভীর রাতে জিয়ারকান্দি গ্রামের মৃত সোনা মিয়া সরকারের ছেলে আজারুল সরকারের মুদি দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করেন টার্জান। পরে দোকানের পাশের বাড়ির তৌফিকুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে মোবাইল ফোনে দোকানি আজারুলকে বিষয়টি জানালে আজারুলসহ আরও কয়েকজন ছুটে এসে দোকানের সাটার খুলে চকির নিচে টার্জানতে শুয়ে থাকতে দেখেন।
বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হলে চারপাশ থেকে মানুষ জড়ো হয়ে টার্জানকে পিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশের সদস্যরা সেখানে গিয়ে গুরুতর আহত টার্জানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বুধবার বিকালে তার মৃত্যু হয়,” বলেন ওসি।এ ঘটনার বিষয়ে জানতে বুধবার সন্ধ্যায় আজারুল সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে ওসি সুধীন চন্দ্র দাস জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ আসেনি।

বিষয়টি তদন্তাধীন রয়েছে জানিয়ে ওসি বলেন, চুরি করতে যাওয়ায় তাকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে গ্রামবাসীর ভাষ্য।

আরো পড়ুনঃ