আব্দুর রহমান সাঈফ।
আজ ১৬ আগস্ট দুপুরে কুমিল্লার ঐতিহ্যবাহী ইউসুফ হাইস্কুলে বন্ধুমহলের আয়োজনে সুবিধাবঞ্চিতদের মাঝে প্রীতিভোজের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এপেক্সিয়ান মো: আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ইউসুফ হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান সরকার, দেবিদ্বার উপজেলা রিসোর্স সেন্টার-এর ইন্সস্ট্রাক্টর মো: মমিনুল ইসলাম মজুমদার, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মো: মামুন কবীর চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের হিসাব রক্ষক মো: আবুল খায়ের, সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল, মো: সৈয়দ জাকির হোসেন-সভাপতি, যুবদল রিয়াদ শাখা, সৌদি আরব, লালমাই ফুটওয়্যার-এর ম্যানেজার (এইচআর এডমিন) মো: গিয়াস উদ্দিন, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স-এর সহকারি ম্যানেজার মো: হামিদুর রহমান জাভেদ, কুয়েত প্রবাসী ব্যবসায়ী মো: খোরশেদ আলম সাংবাদিক আব্দুর রহমান সাঈফ প্রমুখ।
বন্ধুমহলের সভাপতি এপেক্সিয়ান আব্বাস উদ্দিন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও বন্ধুমহল ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুপুরবেলায় প্রীতিভোজের আয়োজন করি। সংগঠনটির মাধ্যমে বছরে আমরা বেশ কয়েকটি মানবিক উদ্যোগ নিয়ে থাকি। শীতকালে সমাজের অসহায়-বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদুল ফিতর ও ঈদুল আযহায় ঈদ সামগ্রী বিতরণসহ নানা ধরনের মানবিক কর্মসূচির আয়োজন করে থাকি। ৮৯ ব্যাচের সকল বন্ধুরা মিলেই মূলত এই মানবিক কার্যক্রমটি পরিচালনা করে থাকি ইনশাআল্লাহ,ভবিষ্যতে আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।