অধিকার বঞ্চিত অসহায় মানুষের পক্ষে সাহসী কন্ঠস্বরের নাম নাজনীন সারোয়ার কাবেরী।।

অধিকার বঞ্চিত অসহায় মানুষের পক্ষে সাহসী কন্ঠস্বরের নাম নাজনীন সারোয়ার কাবেরী।

পথিকৃত ডেস্ক।।

জেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলে অন্যায় ও অপরাধের ঘটনা প্রায়শ ঘটে যাচ্ছে। অন্যায় কাজে পা বাড়াতে মানুষরা দ্বিধাবোধ করছেনা একবিন্দু পরিমানও। বিবেকবান লোকজনরা অনেকে নানাক্ষেত্রে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে অন্যায়ের বিরুদ্ধে দীপ্ত কন্ঠেই সাহসীকতায় ভূমিকা রাখতে পারেননা। অপরাদের বিরুদ্বে প্রতিবাদ না করার মানে হচ্ছে সেও অপরাদকে সমর্থন দেওয়া।

সমাজেই একজন আদর্শবান ব্যাক্তি অপরাদ-অপকর্ম কিংবা অন্যায়ের বিরুদ্ধে দায়িত্ব পালনে কেউ এগিয়ে আসলে,অন্যরা নিশ্চুপ। বর্তমানে যেখানেই অন্যায় বা অবিচার,সেখানেই উপস্থিত প্রতিবাদী নাম কাবেরী।

নারী জাগরনের অগ্রদূত, সাহসী কন্ঠস্বর নাজনীন সরোয়ার কাবেরী এক আলোকিত নাম। তিনি শিখিয়ে দিলেন অন্যায়,অবিচার বা ন্যার্য্য অধিকার আদায়ের বিরুদ্ধে আন্দোলন করার। কিভাবেই গর্জে উঠতে হয় শোষক-অন্যায়-অপরাধ সহ দখল বাজদের বিরুদ্ধে। সেই সব স্থানে কাবেরী প্রতিবাদ অব্যাহত রেখেছেন। সম্প্রতি তিনি জনপ্রিয় হয়ে উঠেন অসহায়, অধিকার বঞ্চিত নারীদের পাশে থাকেন বলেই।

রাজনীতিবিদ,সংসদ সদস্য মরহুম ওসমান সরোয়ার আলম চৌধুরীর কন্যা জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সাহসিকতার সাথে সমাজ পরিবর্তনে বা অপরাদ দূর করে সু-বিচারের আলো ছড়াতেই। তিনি যেখানে যাক না কেন সেখানে বিজয়ের হাসি হেঁসে বাড়ীতে ফিরেন অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে। এমনকি তাঁর লাইভে কর্তৃপক্ষের টনক নড়েছে।

নাজনীন সরওয়ার কাবেরী প্রতিবাদের কন্ঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন জেলা পেরিয়ে উপজেলা,ইউনিয়নও গ্রামে।তিনি যেখানে অসঙ্গতি,অপরাদ,অন্যায়,অবিচার,জোর জুলুম দেখবে, সেখানে তাঁর বিপ্লবী আন্দোলন শুরু হবে। এমনকি পেশিশক্তি, ক্ষমতার অপব্যবহার কিংবা বাহুবলের মত ঘটনা সমাজেই কারো চোখে পড়েনা। ঠিকই সেগুলোর বিরুদ্বে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তিনি।

কক্সবাজার সদরে বৃহত্তর ঈদগাঁও ছাড়া বিভিন্ন স্থানে অন্যায়ের বিরুদ্বে প্রতিবাদ সরুপ লাইভের মাধ্যমে জানান দিচ্ছেন যে,সমাজ পরিবর্তনের। শৃংখল ভেঙ্গেই আলো প্রজ্জলিত করা অন্ধকার সমাজে।

অধিকার বঞ্চিত নারী পুরুষের পাশে থাকা কাবেরী একটি সাহসী কন্ঠস্বরের নাম। একজন বিপ্লবী নারী। অত্যাচারের বিরুদ্বে দীপ্ত কন্ঠে গর্জে উঠা প্রতিবাদী নাম। নির্যাতনের শিকার এমন মানুষের মাঝে তাঁর নাম গেঁথে থাকবেই আজীবন।

আরো পড়ুনঃ