তৌহিদ খন্দকার তপু।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে কুমিল্লা নগরীর উত্তর চর্থা আলহাজ্ব রেজা শাহ্ বোগদাদি (রঃ) দরবার শরীফ ও বৃহত্তর চর্থাবাসীর উদ্যোগ বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উত্তর চর্থা চৌমুহনী থেকে জুলুসটি নগরীর সালাউদ্দিন মোড়, টাওয়ার হসপিটাল হয়ে কান্দিরপাড়ে এসে জমায়েত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে টাউনহল মাঠ থেকে শুরু করে বিশাল এই জুলসটি কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ হয়ে শাহ আবদুল্লাহ গাজীপুরী দরবারে গিয়ে মিলাদ, ক্বিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
জুলুসের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইয়াছিন নূরী, কুমিল্লা মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইদ্রিস আল মাইজভান্ডারী, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জিয়াউল হক মুন্না, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর রাজিউর রহমান রাজিব, আলহাজ্ব মোঃ মনসুর হেলাল, এম এম আবদুল্লাহ, হাফেজ মোঃ রুহুল আমিন, মাওলানা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন আল ক্বাদেরী,
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- মুকিত বিন হেলাল, ১২নং ওয়ার্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মোঃ মাসুম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম হাফেজ, মোঃ হাবিবুর রহমান, জহিরুল ইসলাম মহরম, আমির হামজা ফয়সাল, আমীর শাহ পরশ, মোঃ জুম্মন, নূরা পাগলা ও বৃহত্তর চর্থা যুব সমাজের নেতৃবৃন্দরা।