মঈন নাসের খাঁন (রাফি) :
নানা আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লায় এলিট প্যালেস হোটেলের তৃতীয় বার্ষিকী এবং কর্পোরেট নাইট উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৬মে) সন্ধ্যায় এলিট প্যালেসে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান আবু তাহের,ভাইস চেয়ারম্যান সামিনা, জেনারেল ম্যানেজার খোরশেদ আলম, রুম ডিভিশন ম্যানেজার গৌতম ব্রহ্ম, খাদ্য ও পানীয় ব্যবস্থাপক রফিকুল ইসলাম,সহকারী হিসাব ব্যবস্থাপক আব্দুর রহিম,এক্সিকিউটিভ সু- শেফ আলাউদ্দিনসহ অনেকে।
এসময় বিভিন্ন কর্পোরেট অফিস প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা উপজেলার সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে সকলের অংশ গ্রহণে এলিট প্যালেসকে আন্তর্জাতিক মানের হোটেল হিসেবে এগিয়ে নিতে বিশেষ মতামত প্রকাশ করেন আগত অতিথিরা। সেই সাথে সাথে তাদের প্রশ্নের উত্তর দেন এলিট প্যালেস হোটেলের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।