চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় গাংচিল হোটেলের সামনে চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নীল রঙের একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ৩ মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলো: চট্টগ্রামের মহেশখালী থানার পানিরছড়া হোয়ানক গ্রামের আলমের ছেলে এরশাদ উল্লাহ (৩০), একই থানার শুকুরিয়া বড় মহেশখালী গ্রামের নুরুল হোসেনের ছেলে রিয়াজুল করিম (২০) ও কক্সবাজারের সদর থানার নুনিয়াছড়া গ্রামের মো: খলিলের ছেলে আনিস (২০)।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।