কুমিল্লার র্যাব-১১ সিপিসি-২ এর অভিযানে গাঁজাসহ একজন আটক
নেকবর হোসেন।।
কুমিল্লার আলেখারচর থেকে গাঁজাসহ মোঃ হোসেন সরদার (২১) এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মোঃ হোসেন সরদার হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ছোট ঝিলবুনিয়া গ্রামের মোঃ খোকন সরদারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত কারবারির বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।