কুমিল্লায় করোনা প্রতিরোধে জেলা তথ্য অফিসের দিনভর সচেতনতামূলক প্রচারণা

কুমিল্লায় করোনা প্রতিরোধে জেলা তথ্য অফিসের দিনভর সচেতনতামূলক প্রচারণা

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় কঠোর লকডাউনের প্রথম দিনে নগরী, সদর ও সদর দক্ষিণের বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা তথ্য অফিস।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল সড়কে প্রচারণা চালানো হয়।

সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের নির্দশনায় কুমিল্লা জেলা তথ্য অফিসের গাড়িতে মহানগরীর সকল এলাকায় প্রচার করা হয়।

মহানগরীর আলেখারচর, পদুয়ারবাজার, জাংগালিয়া, সুয়াগাজি, চৌয়ারা, বালুথুবা, চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড়, পুলিশলাইন, দূর্গাপুর, জাগুরজুলি, বেলতলী, কোটবাড়ী মোড়, ইপিজেড, নবাববাড়ী চৌমুহনী, আদালত, কালিয়াজুরি, মগবাড়ি, রানীর বাজার, টমছমব্রীজসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারণা চালানো হয়।

আরো পড়ুনঃ