কুমিল্লায় জেলেদের মাঝে ভ্যান গাড়ি, সেলাই মেশিন বিতরণ
ডেস্ক নিউজ।।
কুমিল্লায় ২০২১-২০২২ অর্থ-বছরে মৎস অধিদপ্তরাধীন ‘‘বৃহত্তর কুমিল্লা জেলার মৎস উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের” আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ২৭ টি ভ্যান গাড়ি, ৩৩ সেট সেলাই মেশিন ও অন্যান সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে নগরীর মুন্সেফবাড়িস্থ সংসদ সদস্যের কার্যালয় প্রাঙ্গণে ভ্যান গাড়ি, সেলাই মেশিন ও অন্যান সরঞ্জাম বিতরণ করেন প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, কুমিল্লা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন প্রামানিক, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার দপ্তরের আয়োজনে ২৭ টি ভ্যান গাড়ি, ৩৩ সেট সেলাই মেশিন ও অন্যান সরঞ্জাম বিতরণ করা হয়।সূত্র আজকের কুমিল্লা।