কুমিল্লায় বিসিকের শ্রমিকদের মাঝে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন
নেকবর হোসেন।।
কুমিল্লার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বিসিকের ফরিদ গ্রুপ লিমিটেড এর শ্রমিকদের মাঝে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিসিকের ফরিদ গ্রুপ লিমিটেড কার্যালয়ে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার প্রতিনিধি ডা. মুকিত আহম্মেদ, সহকারি কমিশনার উম্মে মুসলিমা,ফরিদ গ্রুপের পরিচালক ইউসুফ লিটন, ডা. সোহেলসহ আরো অনেকে।
টিকাদান কর্মসূচীতে ফরিদ গ্রুপ লিমিটেড এর সাড়ে ৫ শত শ্রমিককে টিকাদান করা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন বলেন, টিকাদান সহজীকরনের লক্ষে এবং শ্রমিকদের কর্মঘন্টা যাতে অপচয় না হয় সেজন্য জেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন ফ্যাক্টরি গিয়ে টিকা কার্যক্রম পরিচালনা করছে।
শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষার কথা বিবেচনা করে তাদের কর্মস্থলে গিয়েএ টিকাকার্যক্রম পরিচালনা করছি।
তিনি আরো বলেন যে সকল কোম্পানি আমাদের কাছে আবেদন করছে, আমরা তাদের প্রতিষ্ঠানে গিয়ে শ্রমিকদের টিকাদান কার্যক্রম পরিচালনা করছি। টিকার মজুদ সাপেক্ষে এ কার্যক্রম চলমান থাকবে।
ফরিদ গ্রুপ লিমিটেড প্রধান মানব সম্পদ কর্মকর্তা সুজিত রঞ্জন সাহা বলেন, আমাদের প্রতিষ্ঠানে সাড়ে তিন হাজার শ্রমিক রয়েছে। এর মধ্যে ৫৮০ জন শ্রমিককে টিকাদান করা হয়েছে। বাকি শ্রমিকরা বয়স সীমার কারনে টিকা নিতে পারছেন না।