কুমিল্লা চান্দিনায় নৌকা- ঈগল প্রতীকেরপাল্টাপাল্টি হামলায় আহত-১২,৩টি গাড়ী ভাংচুর।

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লা-৭ আসনে চান্দিনা গল্লাই কমপ্লেক্স সংলগ্ন স্থানে নৌকা সমর্থকদের এলোপাথারী কুপিয়ে ৫জন আহত । দুই জনের অবস্থা আশংকা জনক।
শনিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী মুনতাকিন আশরাফ টিটুর নিজ এলাকা গল্লাই কমপ্লেক্স সংলগ্ন স্থানে নৌকা সমর্থকদের এলোপাথারী কুপিয়ে আহত করে। এ পর্যন্ত ৫জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা হামলা করেছে নৌকা সমর্থকদের ওপর এমন অভিযোগ নৌকা প্রতীকের প্রার্থী ডা: প্রাণ গোপালের। তিনি বলেন- স্বতন্ত্র প্রার্থী মিথ্যা বানোয়াট অভিযোগ করে। আর আমার নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
এলোপাথারী কুপিয়ে আহতরা হলেন- কাউসার আলম, মো: বাশার, হযরত আলী,মনির হোসেন ও কোরবান আলীসহ ৫জন আহত । হযরত আলী ও মনির হোসেনসহ দুই জনের অবস্থা আশংকা জনক।
এদিকে কুমিল্লা চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর গাড়ী বহরে নৌকার সমর্থকদের হামলা ,৩টি মাইক্রোবাস ভাংচুর আহত হয়েছে ৭জন।
ঈগল প্রতীকের গাড়ি বহর সন্ধ্যা সোয়া ছয়টায় চান্দিনা পৌরসভার ছায়কোট মৃধা বাড়ির সামনে পৌঁছলে সড়কে ওই হামলার ঘটনা ঘটে। ডা. প্রাণ গোপালের নামে স্লোগান দিয়ে নৌকার সমর্থকরা ওই ভাঙচুর চালায় এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। এতে স্বতন্ত্র প্রার্থীর গাড়ীতে থাকা কয়েকজন আহত হয়।
ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টিটু অভিযোগ করে জানান, নৌকার সমর্থকরা তার ৩টি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় ৮/১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী টিটু বলেন, প্রচারণায় শুরুর পর থেকেই নৌকার প্রার্থী ডা: প্রাণ গোপাল এমপির লোকজন একের পর এক আমার লোকজনের ওপর, গাড়ী বহরে হামলা চালিয়ে আসছে। কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। এ আসনের সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টির জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে চান্দিনার ছায়কোট এলাকায় নৌকা প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিস ভাঙচুর করে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থরা। পরে শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থী টিটুর সমর্থক ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায় নৌকার সমর্থকরা। শনিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু ওই নেতার বাড়িতে যান। পরে সন্ধ্যায় গণসংযোগ শেষে চান্দিনা উপজেলা সদরে ফেরার পথে হামলা চালায় নৌকার সমর্থকরা।

আরো পড়ুনঃ