কুমিল্লা টবে টবে ফুল, আলোকিত কুমিল্লা টাউন হলের গ্রীল

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র ঐতিহাসিক টাউনহলের ফুটপাত ঘেষা সামনের লোহার গ্রীলে জেলা প্রশাসন ও গার্ডেনার্স লাভারস এর উদ্যোগে (গ্রিন শেডস)প্লাষ্টিক বোতলে ঝুলন্ত বাগান করা হয়েছে। এ সময় নতুন প্রজন্মের সন্তানদের নিয়ে প্রায় ৫ শত ফুলের ও পাতাবাহার গাছ লাগানো হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় এ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়। এ কাজে নেতৃত্ব দেন টাউন হল এলাকাকে যিনি ফুটপাত দখলমুক্ত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ।নগরীর সৌন্দর্য বর্ধনে এ ধরনের উদ্যেগকে স্বাগত জানাচ্ছে নগরবাসী।টব লাগানোর পর থেকেই অনেক দর্শনার্থীর ভীর লক্ষ করা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান, আপনাদের সবার প্রিয় প্রাঙ্গন টাউন হলের সামনের সুন্দর নগরী আপনাদের অধিকার। আশাকরি উদ্যোগটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমরা টাউনহলের সামনের লোহার গ্রীলে প্রায় ৫ শতাধিক গাছ রোপন করেছি।

ভিবিডি-কুমিল্লা জেলা ও গার্ডেনার্স লাভারস বাংলাদেশ এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছে।

আরো পড়ুনঃ