কুমিল্লা নগরীতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে পুলিশের অভিযান
নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীতে বেড়েছে মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম। সম্প্রতি মাদক ব্যবসায়ে বাধা দেয়ায় মিথুন নামে এককে ছুরিকাঘাতে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। এমন ঘটনায় নড়েচড়ে বসে কুমিল্লা জেলা পুলিশ।
তারই ধারাবাহিকতায় নগরীতে মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম কমাতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্পষ্টে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার নগরীর চর্থা, মুরাদপুর, চকবাজার, মোগলটুলী,কাপ্তানবাজার, ভাটপাড়া ও ছোটরা এলাকায় অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ।
অভিযানে ছিলেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিত বড়ুয়াসহ গোয়েন্দা পুলিশের তিনটি টিম।
এ সময় সড়কের পাশে ও বিভিন্ন স্পটে অযথা আড্ডা দেয়া ও ঘুরাঘুরির সময় অন্তত ৩০ জন কিশোর ও তরুণকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেসব কিশোররা বাহিরে বের হওয়ার সদুত্তর দিতে পারে নি, পরে অভিভাবকদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে পুলিশ অভিযান পরিচালনা করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।