কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ ১ নং ওয়ার্ডের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

নেকবর হোসেন।

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ ১নং ওয়ার্ডের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় বিষ্ণুপুর মৌলভী পাড়া কেন্দ্রীয় ঈহগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গাীর।

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্দশ সদর উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির কামাল, মহানগর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল হায়দার,মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান রানা,

মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ১ নং ওয়ার্ডের সভাপতি জয়নাল আবেদীন জনি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোহন, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কুমিল্লা জেলার সভাপতি আবুল হোসেন ছোটন, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ সোহেল।

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ১নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের শাহালম,মোশাররফ হোসেন মোর্শদ, ইয়াছিন, নজরুল, সিরাজ,আক্তার, রেজাউল করিম হৃদয়, খোকন, নুর আলম চৌধুরী দিপু, মাসুদ পারভেজ সোহেল, শাহাজালাল ইসলাম লোটাস,আবু ইউসুফ খোকা,বুলবুল আহমেম ভুলু, মামুন,এ টিম এম হুমায়ুন কবির, হোসেন আহমেদ, হারুনুর রশিদ, শাহাদাত হোসেন মামুন সহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের ১ নং ওয়ার্ড যুবলীগের কমিটিতে যারা আসবেন তাদেরকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষে থেকে অগ্রিম শুভেচ্ছা জানাই। কমিটিতে যারা আসবেন অবৈধ কোনো জরিত থাকতে পারবেন না। সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করবেন।

মাদকের বিরুদ্ধে ফুটবল, মাদকের বিরুদ্ধে ক্রিকেট এ শ্লোগান কেন্দ্র করে বিভিন্ন খেলাধুলার আয়োজন করবেন। আমাদের ভবিষ্যৎ মাদকের প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই।
প্রয়োজনে অভিভাবক সমাবেশ ডাকবেন।যারা যারা মাদকের সাথে জরিত তাদের নাম সমাবেশে উল্লেখ করবেন। আজকের কমিটি অনেক যাচাই বাছাই করে দেওয়া হবে। কমিটিতে কোনো জামায়াত বিএনপি লোক আসতে পারবে না। যদি কোনো প্রমান পায় তাদেরকে কমিটিতে থেকে বহিষ্কার করা হবে।

আরো পড়ুনঃ