কুমিল্লা সদরে সাড়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক।
নেকবর হোসেন।।
কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৮ জুন সকালে কুমিল্লার সদর উপজেলা ধনঞ্জয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের ধনঞ্জয় গ্রামের মোঃ বাহার মিয়ার ছেলে মোঃ নাহিদুল ইসলাম ওরফে সাজ্জাদ (২৪)। এ বিষয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।