কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে ৬টি বুথের মাধ্যমে ১দিনে ৩ হাজার ৪২০জনকে টিকা প্রদান

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে ৬টি বুথের মাধ্যমে ১দিনে ৩ হাজার ৪২০জনকে টিকা প্রদান

নেকবর হোসেন।।

কুমিল্লায় করোনার টিকা দেওয়ার আগ্রহ বাড়ছে সাধারন মানুষদের মাঝে।

কুমিল্লা সিভিল সার্জন অফিস সুত্র জানায়,২ আগষ্ট সোমবার সকাল ৯ টা থেকে বেলা দুপুর ২ টা পর্যন্ত কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৬টি বুথের মাধ্যমে ৩ হাজার ৪’শ ২০ জন ব্যক্তিকে মর্ডানার করেনা টিকা প্রদান করা হয়েছে।

এরমাঝে মহিলা ১ হাজার ৪’শ০৯ জন এবং পুরুষ ২ হাহার ১১ জন। সিভিল সার্জন কার্যালয় টিকা প্রদানে ৬ জন ডাক্তার,রেড ক্রিসেন্ট সেচ্ছাসেবী ৩২ জন,পুলিশ ১৫ জন,২০ জন নার্স অংশগ্রহন করেন।

সিভিল সার্জন মোঃ মীর মোবারক হোসেন জানান, টিকা দেওয়ার জন্য সাধারন মানুষের মাঝে আগ্রহ বাড়ছে। প্রতিদিন পুলিশী সহায়তায় পুরুষ-মহিলা সারিবদ্ধভাবে টিকা প্রদান করছে।

আরো পড়ুনঃ