জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

 

ডেস্ক নিউজ।।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শ্বাসকষ্ট ও নানা শারীরিক জটিলতায় থাকা জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।

বর্তমানে তার মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। জাতীয়পার্টি জৈষ্ঠ্য নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, বাদ এশা জানাযা শেষে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে।

এই বর্ষীয়ান রাজনীতিবিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।সূত্র প্রতিদিনের সংবাদ

আরো পড়ুনঃ