জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিল নিয়ে যা বললেন আইনমন্ত্রী

জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিল নিয়ে যা বললেন আইনমন্ত্রী।

পথিকৃত ডেস্ক।।

জিয়ার রাষ্ট্রীয় খেতাব বাতিল নিয়ে যা বললেন আইনমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলে আইনি কোনো জটিলতা বোধহয় নেই, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যদি কেউ মুক্তিযোদ্ধা হন তাহলে তার মুক্তিযোদ্ধা খেতাব থাকা স্বাভাবিক। এমন হয় যে, মুক্তিযোদ্ধা নাম ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করেছেন। তার কি খেতাব থাকার কোনো অধিকার আছে, এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রেখে গেলাম।

তিনি বলেন, ভ্যাকসিন নিলে মহামারি থেকে কিছুটা আমরা রক্ষা পাবো। সেজন্য দেশবাসীকে এই ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানাবো।

আনিসুল হক আরও বলেন, ইনজেকশন নেয়ার ভয় ছিল কিন্তু আজকে কোনো ব্যথা পাইনি।

আরো পড়ুনঃ