ডাল ও চিনির দাম বেড়েছে
মামুন সরকার।।
বাজারে চালের দাম কমতে শুরু করলেও বেড়েছে মসুর ডাল ও চিনির দাম। সেই সাথে বাড়লো ইলিশ, ব্র্রয়লার ও পাকিস্তানি মুরগী এবং কাঁচামরিচের দামও। বিক্রেতারা বলছেন, বেশি চাহিদার কারণে বেড়েছে ইলিশের দাম। আর সরবরাহ কম থাকায় অন্যান্য নিত্যপণ্যের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন, কার্যকর পদক্ষেপ নিলে নিত্যপণ্যের দাম আরো কম হতো।
চালের বাজারে চড়াভাব দূর হতে শুরু করেছে। কিন্তু ভরা মৌসুমে বাড়লো ইলিশের দাম। যদিও বাজারে ইলিশের যথেষ্ট সরবরাহ রয়েছে। তবুও ১ কেজি ওজনের ইলিশের দাম প্রতি কেজিতে ১শ’ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১শ’ টাকায়। বিক্রেতারা বলছেন, বাড়তি চাহিদার কারণে দাম বেড়েছে।
এ সপ্তাহে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে ব্রয়লার এবং পাকিস্তানি মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ২৪০ টাকা কেজি। এছাড়া, কেজিতে ১০ টাকা বেড়েছে মসুর ডাল এবং চিনির দাম। এছাড়া, কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ।
নিত্যপণ্যের এমন বাড়তি দামে অসন্তুষ্ট ক্রেতারা।
এদিকে, অপরিবর্তিত রয়েছে ডিমসহ অন্যান্য অনেক নিত্যপণ্যের দাম।