ডেস্ক নিউজ।
কুমিল্লা-১০ আসন থেকে নৌকার প্রার্থী হয়ে লড়তে চান দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম। এজন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসনটি বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এই সিনিয়র সাংবাদিক।
তিনি বলেন, এতদিন সাংবাদিকতার মধ্যে দিয়ে মানুষের সেবা করেছি এবার সরাসরি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আমার এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে চাই।
নঈম নিজাম অভিযোগ করেন, আমাদের আসনের বর্তমান এমপিকে গত ১০ বছরে দশবারও মানুষ এলাকায় দেখতে পায়নি। তাই মানুষের চাপে আমি বাধ্য হয়ে মনোনয়ন সংগ্রহ করেছি।
কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলাসহ তিন উপজেলা নিয়ে গঠিত হয় সংসদীয় কুমিল্লা-১০ আসন।
তফসিল ঘোষণার পর গত শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। প্রথমদিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ দ্বিতীয় দিনে দুপুর পর্যন্ত ছয় শতাধিক মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
এর মধ্যে ঢাকা বিভাগে ১৪৫টি, চট্টগ্রামে ১০৭টি, ময়মনসিংহ বিভাগে ৫২টি, সিলেট বিভাগে ২৪টি, খুলনা বিভাগে ৮৫টি, বরিশাল বিভাগে ৫২টি, রাজশাহী বিভাগে ৭৮টি এবং রংপুর বিভাগে ৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।তথ্য সূত্র দেশ টিভির অনলাইন