বসন্ত আর ভালোবাসার দিনে বিয়ে করলেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি।
রবিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্ত্রীর সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেন নাসির নিজেই। সেই পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।
জানা গেছে, কনে তামিমা তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে। অনেক আগে থেকেই পরিচয় ছিল তাদের। গত সেপ্টেম্বরে ইন্সট্রাগ্রামে তাকে নিয়ে একটি পোস্টও দিয়েছেন। পরে পোস্টটি ডিলিটও করে দিলেও শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন।