ভর্তিযুদ্ধ শুরু ১ অক্টোবর, ঢাবিতে আসনপ্রতি লড়বে ৫৪ শিক্ষার্থী

 

ডেস্ক নিউজ।।

আগামী শুক্রবার (১ অক্টোবর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে। ওইদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার একদিন পর শনিবার (২ অক্টোবর) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। তাছাড়া ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর হবে।

প্রথমবারের মতো এবারই ঢাকার বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। ওই পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। ইতোমধ্যে এটি নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। এ সময় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।সূত্র প্রতিদিনের সংবাদ

আরো পড়ুনঃ